logo

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৫১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৪৪ পূর্বাহ্ন

খুলনা রেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে পুলিশের বিশেষ মতবিনিময়

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:১৪
  • সংবাদ পাঠকঃ ৩৭০৫ জন
photo

উজ্জ্বল রায়:-খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার” শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
 সভাপতিত্ব করেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
 
খুলনা রেঞ্জের ৬৪টি থানার কম্পিউটার অপারেটর, বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়সহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
 
 এ ধরনের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধি এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।

শেয়ার করুন