অফিস ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ তামাক বিরোধী জোট, নিকুশিমাজ ও ওর্য়াক ফর বেটার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে কুষ্টিয়াতে অনুষ্ঠিত হলো তামাক বিরোধী কর্মশালা । নিকুশিমাজ সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে গত ১৫ জানুয়ারী বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের স্বস্থ্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সায়বাদিক ফোরাম ,কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন , দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক নুরুন্নাহার সীমা, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু,বিকেএমএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমো: মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আলৈাচনায় অংশ নেন সাংবাদিক শামীম রেজ, মিষ্টি রহমান,ও বাপ্পি আহমেদ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তামাক ও ধুমপান রোধে ৯টি সুপারিশ উপস্থাপন করেন নিকুশিমাজ সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সালমা সুলতানা। সুপারিশ গুলো হলো (১) তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও লংঘনের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহন করা। (২) তামাক নিয়ন্ত্রনে তুলনামুলক সফল জেলাগুলোর দৃষ্টান্ত অনুস্মরন কওে দুর্বল জেলাগুলোর অবস্থা উন্নয়নে পৃথক পরিকল্পনা ও র্কসূচি গ্রহন করা । (৩) বেসরকারী সংস্থাসমুহকে আর্থিক অনুদান প্রদানের মধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা ।
(৪) লাইসেন্সিং , খুচরা বিক্রয় নিষিদ্ধ সংক্রান্ত ধারা যুক্ত করে দ্রুত তামাক নিয়ন্ত্রন সংশোধনের মাধ্যমে শক্তিশালী করা । (৫) তামাক নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের পাশাপাশি ভোক্তা অধিকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ টাস্কফোর্স কিিটর মসদস্যদেও সক্রিয় করা । (৬) তামাক নিয়ন্ত্রন আইন লংঘনকারী কোম্পানী গুলোকে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা । (৭) ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রমের সাথে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি -বিধানের বিষয়টি যেমন এমআরপি,প্যাকেট ওয়ানিং গুরুত্ব সহকারে যুক্ত করা। (৮) সরকারী উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট পর্যবেক্ষণ গবেষণা করা। (৯) তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কঠোর কর্মসূচি গ্রহন করা।
তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার করার জন্য আহ্বান জানিয়ে সভাপতি অনুষ্টঅন সমাপ্ত ঘোষণা করেন।