অফিস ডেস্ক
সিলেট অফিস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরআনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে সিলেটে পৌছে হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হয়রত শাহজালাল (র.) মাজারে যান তারেক রহমান এবং এই আওলিয়ার মাজার জিয়ারত করেন। সেখান থেকে তিনি খাদিমনগরে হয়রত শাহপরানের মাজারে যান এবং মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময় অবস্থান করেন তিনি। সে শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ তিনি রাত্রিযাপন করছেন।