ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান এ মামলা করেন; আদালত অভিযোগটি আমলে নিয়ে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছে।