অফিস ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় জানাজাস্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর বেলা সাড়ে ১১টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফায় জানাজা শেষে উপজেলার ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার রাতেই তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ তার জানাজায় যোগ দেন।
কুষ্টিয়া হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা নামাজের সময় সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন তারা।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা আবুল হাশেমের তৃতীয় দফায় জানাজা শেষে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর আমির মো. এনামুল হক, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসিম, জেলা টিম সদস্য অধ্যাপক জুমারত আলী, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে বিএনপির দলীয় প্রার্থী রাগীব রউফ চৌধুরী প্রমুখ।