অফিস ডেস্ক
: শামসুল আলম স্বপন :
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি পদ পার্থী ইসনলামী স্কলার মুফতি আমির হামজার ভাইরাল বক্তব্য জনসার্থে উপস্থাপন করা হলো: এ সব বক্তব্য থেকে ধারনা করা সহজ তিনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য কিনা?
১. ওরা ভগবান বলে আমরা আল্লাহ বলি জিনিষ তো একই। ( নাউজুবিল্লাহ)।
২. খোঁজ নিয়ে দেখেন আমার ১৪ বংশ আওয়ামী লীগ । দাদা ২১ বছর চেয়ারম্যান,চাচা ২১ বছর চেয়ারম্যান। দাদা বলতো আমি গায়েবী চেয়ারম্যান । আমার বংশে ৯৮% আওয়ামীলীগ।
৩. আপনি দাঁড়িপাল্লায় ১টি ভোট দিবেন দেশের ১৮ কোটি মানুষ নামাজ পড়বে আপনি ১৮ কোটি সোয়াব পাবেন। ( প্রশ্ন হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টানরাও কি নামাজ পড়বে ?)
৪. আপনি কোথায় আল্লাহর ওলি দেখতে যান ? জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দিকে তাকান টাটকা ওলি দেখতে পাবেন।
৫. আমি ওবিখার ( ওয়াজের বিনিময়ে খাদ্য ) মাধ্যমে জীবন যাপন করে থাকি ।
৬..আমি যদি এখনই ইচ্ছা করি কালকে সকাল হতে হতে ১০০টি বিয়ে করতে পারবো। দেশে-বিদেশে যত ভক্ত আছে যদি একবার ফেসবুকে দিয়ে দিই ঝড় উঠবে, সার দেশ থেকে ১০০ নয় ৫০০টা মেয়ে বিয়ের জন্য চলে আসবে।
৭, সব চেয়ে নেকেটের তালিকায় আছে কে ,পরীমনি। চা টা তো মমতাজ আপার মত ঠান্ডা হয়ে গেছে।
৮.ঔশ্বরিয়াকে দেখেছেন ? কারা কারা দেখেছেন হাত তোলেন । রাশমিকা মান্দনার নাম শুনেছেন আ---আ । চেহারার কাটিংএ পৃথিবীতে এখন ১ নন্বরে । আল্লাহর নাম নিয়ে ওর দিকে একবার তাকান। ( নাউজুবিল্লাহ) ।
৯. আপনি যদি শাবনুরকে দেখে থাকেন শবনুর তো বুড়ো হয়ে গেছে এখন চলে না। এখন চলছে মাহিয়া মাহি,নুসরাত ফারিয়া । আমাকে কি দেখবেন ? আমার কি পরীমনির মত জিনিষ-পাতি আছে ? মানুষ আমার দামই দেয় না। এমনি চিকন চেহারা দেখতেও তেমন ভালো না। মিজান ভাই এর মত হলে তো বুকে জড়িয়ে নিত। চেহরার কারণে মার খেয়ে যাচ্ছি।
১০. ফেসবুক চালাতে আল্লাহ নির্দেশ করেছে কোরানে । ফেসবুক দেখে সিরিয়াল মেলায় “ বোঝে না সে বোঝে না , তুমি আসবে বলে , চোখের তারা তুই ,জল নুপুর, তোমার আমার মিলে, কিরন মালা । মনে করেন হুজুর কিছু বোঝে না। হুজুর ভার্সিটির মাল।
,
১১.নুসরাত ফারিয়াকে যদি দেখে আসেন কাশেমপুর বাজারে আপনি নামাজের ভিতর আল্লাহামদুলিল্লাহ পড়বেন না ফারিয়ার কথা মনে করবেন। ?
১২.। হাসরের মাঠে শুধু দাঁড়ি পাল্লা থাকবে। অন্য কোন মার্কা থাকবে না।