logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০৯:২৯ পূর্বাহ্ন

সিংহ বেরিয়ে গেছে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৭:৫৭
photo

নিজস্ব প্রতিবেদক : 

 

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি বেরিয়ে যায়।

 

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন।’

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এমন প্রশ্নে তিনি বলেন, “হয়তোবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’

 

খাঁচা থেকে সিংহ বেরিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান রফিকুল ইসলাম তালুকদার

শেয়ার করুন