logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১১:০৯ পূর্বাহ্ন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | সময়ঃ ০৭:৪৫
photo

উজ্জ্বল রায়,নড়াইল থেকে:-নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত শান্তা খাতুন সানজিদা (১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। 

 

গ্রেফতারকৃত শান্তা খাতুন সানজিদা (১৯) নড়াইল সদর থানাধীন তুলারামপুর(তরফদার পাড়া) গ্রামের বাকির শেখের মেয়ে। সোমবার (৩ নভেম্বর) নড়াইল জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। 

 

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শান্তা খাতুন সানজিদা (১৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

 

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

শেয়ার করুন