logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১১:০৯ পূর্বাহ্ন

বগুড়ায় আল-আযহার বৃত্তি প্রদান ও ইসলামি শিক্ষা সেমিনার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | সময়ঃ ০২:৫৫
photo

এসএম সিরাজ,বগুড়া:- শুক্রবার সকালে বগুড়ার টিটু মিলনায়তনে আল-আযহার একাডেমী শিক্ষা প্রকল্পের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও ইসলামি শিক্ষা সেমিনার প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইফসুর সেক্রেটারী ও বগুড়া-৪ নন্দীগ্রাম কাহালু আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন জামিল মাদরাসা বগুড়ার মঈনে মুহতামিম মাওলানা আতাউল্লাহ নিজামি। প্রধান আলোচক ছিলেন জোড়া নজমুল উলুম কামিল মাদরাসা বগুড়া অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মেসবাহ উদ্দিন তালুকদার, আল-আযহার বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসাইন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

 

শেয়ার করুন