logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১০:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় বিভিন্ন দল থেকে ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০১:৩১
photo

এস এম দৌলত, জেলা প্রতিনিধি,বগুড়া;-বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৩ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতিসংঘের ইকোসোক সদস্যভুক্ত আন্তর্জাতিক ইসলামিক ছাত্র ও যুব ফেডারেশন এর মহাসচিব ড.মোস্তফা ফয়সাল পারভেজ।

 

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু। সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, কর্ম পরিষদের সদস্য আবু আইয়ুব সাঈদী, শেখ সাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, পৌর শিবিরের সভাপতি রাশেদ, ভাটগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর মো: জুলফিকার আলী প্রমুখ।
 

জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে ছিলেন-ফারুক হোসেন, আব্দুর রহিম, গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী মো: বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম খোরশেদ মোস্তাকসহ প্রমুখ। অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য যোগদানকারী ফারুক হোসেন বলেন, ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে সৎ নেতৃত্ব কায়েমের লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।

শেয়ার করুন