অফিস ডেস্ক
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার বিকেলে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে শেষ বক্তব্যে অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘টাকা-পয়সা দিয়ে লোক ভাড়া করে, আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে কি আপনারা রাজনৈতিক ময়দান উত্তপ্ত করতে চান, ভোটের মাঠকে উত্তপ্ত করে আপনারা ফায়দা হাসিল করতে চান? দেশের মানুষ তা হতে দেবে না। কুষ্টিয়ার মানুষ আপনাদের সেই আশা পূরণ হতে দেবে না, ইনশাআল্লাহ।’
এই কথা বলার সঙ্গে সঙ্গে ঢলে পড়েন জেলা জামায়াত আমির। পরে উপস্থিত সবাই তাকে ধরেন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।