logo

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৫২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৪৭ অপরাহ্ণ

জুনিয়র টাইগাররা ভারতকে ২৩৮ রানে অলআউট করল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৫২
  • সংবাদ পাঠকঃ ৭৪১ জন
photo

ক্রিড়া   প্রতিবেদক : 

 

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে ২৩৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ।দুর্দান্ত বোলিংয়ে ফাহাদ একাই শিকার করেছেন ৫ উইকেট।

 

শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ভারতকে চাপে রাখে বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে (৬) ও ভেদান্ত ত্রিবেদীকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান পেসার আল ফাহাদ। এরপর আজিজুল হাকিম তামিম ভিহান মালহোত্রাকে (৭) ফেরালে ৫৩ রানেই ৩ উইকেট হারায় ভারত।

চতুর্থ উইকেটে ভারতের হাল ধরেন বৈভব সূর্যবংশী। অভিগান কুন্ডুর সঙ্গে ভালো জুটি গড়ে তিনি ফিফটি পূর্ণ করেন। অভিগান ১১২ বল খেলে ৮০ রান করেন। কানিশক চৌহান ২৬ বলে ২৮ রান করেন। তাদের ৬২ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ৭২ রান করে ইমনের বলে ফাহাদের হাতে ধরা পড়েন সূর্যবংশী। এরপর আমব্রিশকে ফেরান শেখ পারভেজ জীবন। 

 

শুরুটা করেছিলেন ফাহাদ, শেষটাও করেন তিনি। শেষ তিন উইকেট নিয়ে ভারতকে অলআউট করেন তিনিই। তুলে নেন এবারের বিশ্বকাপে তো বটেই, নিজের ক্যারিয়ারেরও প্রথম ফাইফার। 

শেয়ার করুন