logo

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৫২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৪৭ অপরাহ্ণ

১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী আটক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৯:৫১
  • সংবাদ পাঠকঃ ১২৭৩ জন
photo

বেনাপোল  প্রতিনিধি  : 

 

 

বেনাপোল চেকপোস্ট কাস্টসসে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৫ (ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

 

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তাদের টাকাসহ তাদের আটক করে।

আটক দুই নারী হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রিনা বৈদ্য (৩৭) ওএকই এলাকার প্রয়াত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

 

কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রোববার ভারত থেকে পাসপোর্টধারী দুই নারী বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কস্টমস স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ১৭ লাখ টাকা জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দুই নারী জানায়, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

শেয়ার করুন