logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০৯:২৯ পূর্বাহ্ন

গণবিয়ের আয়োজন গাজায়

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৪:৩২
photo

অনলাইন ডেক্স : 

 

হাত ধরে হাঁটছে যুগলরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক। কালো স্যুট ও টাই পরে বরেরা হাঁটছে কনেদের পাশে। গণবিয়ের আয়োজনে ঘটনাটি ঘটেছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। খবরে বলা হয়, গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৫৪ যুগল গণবিয়ের এই আয়োজনে স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জীবনকে উদযাপনের জন্য সাহসী পদক্ষেপটি নেওয়া হয়।

 

মুসায়েদ নামে একজন বর জানান, আমাদের এমন এক আনন্দের মুহূর্তের প্রয়োজন ছিলÑ যা আমাদের হৃদয়ে আবারও প্রাণ ফেরাতে পারে। ধ্বংসস্তূপের মধ্যে বিছানো লাল কার্পেটে যুগলরা বাদ্যযন্ত্রের তালে হেঁটে হেঁটে মঞ্চে ওঠে। কনেদের হাতে ছিল ফুলের তোড়া। বরেরা তাদের পাশে হাঁটছিল এবং তাদের হাতে ছিল দেশের ছোট আকারের পতাকা।

গণবিয়ের এই আয়োজন দেখতে জমায়েত হয় শত শত ফিলিস্তিনি। কিছু মানুষ জটলা পাকিয়ে দৃশ্য উপভোগ করেছে। অন্যরা আশপাশের ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর উঠে ঝুঁকিপূর্ণভাবে বসে থেকে অনুষ্ঠান উপভোগ করেছে।

 

নব-দম্পতিদের প্রত্যাশাÑ দুই বছরের বিধ্বংসী যুদ্ধ এবং মানবিক সংকটের পর এবার শান্তি বজায় থাকবে। গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আল-ফারিস আল-শাহিম ফাউন্ডেশন। এএফপি

শেয়ার করুন