অফিস ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। তারা বলেন, সামাজিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দায়িত্বশীলতা জরুরি।
বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “কুষ্টিয়ার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।”তিনি রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা জেলা পুলিশের অব্যাহত সহযোগিতা এবং গঠনমূলক উদ্যোগের প্রশংসা করেন।
জেলাজুড়ে এ উদ্যোগ ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। রাজনৈতিক নেতাদের সাথে নিয়মিত মতবিনিময় আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনায় সমন্বয় ও জনসম্পৃক্ততা বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।