logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১০:১৫ পূর্বাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর জেনিফার লরেন্স

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | সময়ঃ ০১:০৫
photo

আন্তর্জাতিক ডেক্স : 

জেনিফার লরেন্স, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও বেশ সচেতন তিনি। এ মুহূর্তে অভিনেত্রী তার নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’ প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি তিনি প্রযোজনাও করেছেন। সম্প্রতি এ প্রচারণার অংশ হিসাবে দ্য নিউইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে উপস্থিত হয়েছিলেন জেনিফার এবং সেখানে সিনেমাটি নিয়ে কথা বলার পাশাপাশি সমকালীন মার্কিন রাজনীতি সম্পর্কেও নিজের মতামত ব্যক্ত করেন। অস্কার বিজয়ী এ অভিনেত্রী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলের সময়ও তার বিরুদ্ধে স্পষ্টভাষী ছিলেন। বিশেষ করে নির্বাচনের পর একটি উপ-সম্পাদকীয় লিখেছিলেন, যেখানে তিনি ঘোষণা করেছিলেন, ট্রাম্পের বিজয়ের অর্থ হলো ‘(আমেরিকাতে) যারা নিরাপদ বোধ করে, তাদের অধিকার স্বীকৃত এবং সম্মানিত এবং তারা শুধুই শ্বেতাঙ্গ।’

 

এ সময়ে এসেও জেনিফার ট্রাম্পের সমালোচনা করতে পিছপা হন না। ‘দ্য ইন্টারভিউ’র উপস্থাপক লুলু গার্সিয়া-নাভারো যখন ট্রাম্প এবং রাজনীতি সম্পর্কে অভিনেত্রীর মতামত জানতে চান, তখন লরেন্স উত্তর দেন, ‘আমি আসলে জানি না এ নিয়ে আমার কথা বলা উচিত কি না। প্রথম ট্রাম্প প্রশাসন এতটাই বর্বর ছিল, তা ভাবলেই তো এখনো মাথা ঘোরে। এখনো আমরা কীভাবে এটিকে চলতে দিতে পারি? তখন আমার মনে হচ্ছিল আমি মাথা কাটা মুরগির মতো দৌড়াচ্ছি। নির্বাচনের পর নির্বাচন হচ্ছে আমেরিকায়, কিন্তু পরিস্থিতির কোনো বদল হচ্ছে না। সেলেব্রিটিরা কাকে সমর্থন করল, কাকে ভোট দিল, তাতে কোনো পার্থক্য তৈরি হয়ে যায় না। তবে আমি শুধু এমন কিছু সম্পর্কে আমার মতামত শেয়ার করতে পারি, যা আগুনে ঘি ঢালবে, যা দেশকে ভেঙে ফেলবে। আমরা এত বিভক্ত!’ 

শেয়ার করুন