logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১১:৪৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় হুন্ডা চালক নিহত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:২৭
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে হুন্ডা চালক নিহত।
 
শুক্রবার বিকাল চারটায় গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙা নামক স্থানে এই দুঃঘটনাটি ঘটে।
 
নিহত হলেন, পীরগঞ্জ থানার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলাম এর পুত্র রাকিব (১৭)।
 
স্থানীয়রা ও ৬ নং বেতকাপা ইউনিয়ানের ৯ নং  ইউপি সদস্য মোরর্শেদ আলম জানান, গাইবান্ধা গামী যাত্রীবাহী বাস বিপরিত দিক থেকে আসা হুন্ডা চালক ঢোলভাঙা বাস স্ট্যান্ড সংলগ্নে মুখোমুখি সংঘর্ষে হুন্ডা চালক রাকিব হুন্ডা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে ঘটনা স্থালেই নিহত হয়।
 
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসেন। 
 
নিহতের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ভুট্টু।

শেয়ার করুন