logo

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৫১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১০:৪৭ পূর্বাহ্ন

নড়াইলে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি রবিউল ইসলাম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:৫৩
  • সংবাদ পাঠকঃ ১৯০০ জন
photo

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইল পুলিশ লাইন্সে তিন দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
 
সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন নড়াইল জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 
 
এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।
 
এসময় উপস্থিত ছিলেন  নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নড়াইল, মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

শেয়ার করুন