logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০২:৩৩ অপরাহ্ণ

সাদুল্লাপুরে কীটনাশক ট্যাবলেট খেয়ে তরুণীর মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:২১
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কীটনাশক ট্যাবলেট খেয়ে নুপুর খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত নুপুর খাতুন ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে পরিবারের অজান্তে কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন নুপুর খাতুন। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে নুপুরের মৃত্যু হয়। তবে নুপুর খাতুন আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুপুর খাতুন নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন