logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০২:২৮ অপরাহ্ণ

দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ১২:১৭
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে সমাবেশে উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা দক্ষিণ শিবির সেক্রেটারি আবুল কালাম আজাদ।

 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, খট্টা ইউনিয়নের মাওলানা ওবাইদুল ইসলাম, পৌরসভা আমীর মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা মীর শহীদ হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সবিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন