logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০১:০৪ অপরাহ্ণ

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে গাইবান্ধায় পুলিশের TOT কোর্সের উদ্বোধন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৩৫
photo

 
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে এই স্লোগান কে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
 
পুলিশ হেডকোয়াটার্সের উদ্যোগে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। আজ ২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে সার্ভিস ইন ট্রেনিং সেন্টারে নির্বাচনী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কোর্স TOT এর তৃতীয় ধাপের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, ইন সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক, আবু সায়েম প্রধান, পুলিশ হেড কোয়াটার্সের কর্মকর্তাগন, অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীগন সহ অনেকে।
 
প্রধান অতিথি ডিআইজি মোঃ আমিনুল ইসলাম প্রশিক্ষনার্থীদের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি ও অর্জিত বাস্তব জ্ঞান প্রয়োগের ওপর গুরুতারোপ সহ তাদের মঙ্গল কামনা করেন।
 
 

 

শেয়ার করুন