logo

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৫১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৭:০৪ পূর্বাহ্ন

বগুড়ায় আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০৩
  • সংবাদ পাঠকঃ ২৫৪৬ জন
photo

পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে সোমবার বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে হামদ নাত ক্বেরাত প্রতিযোগিতা স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, বালিকা শাখার ইনচার্জ মোস্তাকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মোজাজফফর হোসেন প্রমুখ। 

 

প্রধান অতিথি বলেন, কোরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তাই ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে তোমাদের বড় হয়ে সুন্দর জীবন গঠনের জন্য কাজ করে যেতে হবে এবং আদর্শিক ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতকে সকল মানুষের নিকট পৌঁছে দিতে হবে। কোরআন ও হাদিসের উপর অটল থাকতে হবে। আমাদের হালাল- হারামের পার্থক্য করে চলতে হবে। তাহলে আগামী দিনে আমরা আদর্শবাদী হয়ে গড়ে উঠবো।

শেয়ার করুন