logo

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৫১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৫:৪০ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৫৭
  • সংবাদ পাঠকঃ ২১২৮ জন
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:- ‘মুক্তির মূলমন্ত্র ইসলামি শাসনতন্ত্র’শ্লোগান সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনেরপলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়কপ্রদক্ষিন শেষে পৌরশহরের জিরোপয়েন্ট আন্ডারপাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেনইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও. আমিনুল ইসলামবুলবুল।

 

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ওখুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের পলাশবাড়ীউপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, মো.মাহমুদুল হাসান ও জয়েন্ট সেক্রেটারি নওশা মিয়া ছাড়াও দলীয় নেতৃবৃন্দ। এরআগে বিপুলনেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে সমেবেত হয়।

শেয়ার করুন