logo

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৫১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৫:৩৮ পূর্বাহ্ন

আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:১১
  • সংবাদ পাঠকঃ ২৩৭৫ জন
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাকেশ (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সান্দিাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাকেশ আদমদীঘি উপজেলার সান্দিড়া পশ্চিমপাড়ার কাজী আনোয়ার হোসেনের ছেলে। 
 

পুলিশ জানায়, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে।এমন সংবাদের ভিক্তিতে থানার উপ পরিদর্শক এন্তেজারুল হক সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে রাকেশকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজতে থাকা অভিনব কায়দায় লুকানো নেশাজাতীয় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত রাকেশের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 

শেয়ার করুন