logo

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৪ পূর্বাহ্ন

বগুড়ায় জামিয়া আরাবিয়া মাদরাসা সীরাতুন্নবী (সা:)পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৪৯
photo

এসএম সিরাজ বগুড়া:-সোমবার রাতে বগুড়ার খান্দার জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কুরআন ছবক অনুষ্ঠান ডা. সোলাইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

 

মাহফিলে প্রধান অতিথি ছিলেন সরকারী মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউন নবী। 

 

মাদরাসার মুহতাতিম মাওলানা তৌহিদুল হক আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. আহসান হাবিব, মাদরাসার সভাপতি হামিদুল হক রতন, সেক্রেটারী আশরাফুল ইসলাম। 

 

আলোচনা পেশ করেন ২৮ ইঞ্চি বক্তা মাওলানা ওয়াইদুল্লাহ বিন আনছারী, ক্বারী মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী, ক্বারী মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইমদাদ হোসেন জিহাদী প্রমুখ। 

 

বক্তরা রাসুলের সংগ্রামী জীবন অনুসরণ করে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির পথ সুগম করার আহবান জানান।


 

শেয়ার করুন