ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন লিয়াকত
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:৩৯
সংবাদ পাঠকঃ ৩৭৮১ জন
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গ্রামের বসত বাড়ী বাড়ী গিয়ে নারী পুরুষ ভোটারদের নিকট ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধানের শীষ প্রতিকের পক্ষে লিফলেট বিতরণে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত আলী।
২১ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী পৌরসহরের বিভিন্ন ওয়ার্ডে পাড়া মহল্লায় এমনকি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
লিয়াকত এর সঙ্গে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল রহমান, পৌর জাসাস সদস্য সচিব ফরহাদ আহমেদ পিন্টুসহ অন্যান্যরা।