শিবচরে নবগঠিত বিএনপি কমিটি সাংবাদিকদের স‌ঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ছাইদুজ্জামান না‌ছিম;শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধিঃ-শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা শাখার নবগঠিত কমিটি সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচরের স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং শিবচরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগম নাদিরা চৌধুরী, জহের গোমস্তা, মো. শাহজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার এবং মো. শহীদুল ইসলাম দীপু।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।