নম্রতা অভিনয় ছেড়ে দিলেও বারবার শিরোনামে


বিনোদন প্রতিবেদক : 

 

মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোদকর। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছিলেন তিনি। কিন্তু অভিনয়জগৎ ছেড়ে দিলেও অভিনেত্রী আজও বারবার খবরে উঠে আসেন। তার অন্যতম কারণ হচ্ছে মহেশবাবু। বর্তমানে দক্ষিণী তারকা এসএস রাজামৌলীর সিনেমা ‘বারানসি’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা। তিন বছর ধরে তৈরি হচ্ছে এ সিনেমাটি। প্রতি বছরের জন্য ৫০ কোটি টাকা নিচ্ছেন মহেশবাবু। সে কারণে তার অর্ধাঙ্গিনী নম্রতা শিরোদকরও সম্পত্তির দিক থেকে বেশ প্রভাবশালী।

 

১৯৯৮ সালে নম্রতার প্রথম তিনটি সিনেমা ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘মেরে দো অনমোল রতন’ ও ‘হিরো হিন্দুস্তানি’ মুক্তি পেয়েছিল। এরপর দক্ষিণের সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনেত্রীর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘হেরা ফেরি’, ‘দিল বিল পেয়ার বেয়ার’, ‘এলওসি: কার্গিল’। ইংরেজি সিনেমা ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এও অভিনয় করেছিলেন তিনি। ২০২২ সালে তেলেগু ছবি ‘মেজর’-এ অভিনয় করেন।

২০০৫ সালে ১০ ফেব্রুয়ারি মহেশবাবুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নম্রতা শিরোদকর। তাদের সম্পর্ক বরাবরই অনুরাগীদের অনুপ্রেরণা জুগিয়েছে। বিনোদন জগতে তারা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। অভিনয় থেকে সরে যাওয়ার পর ব্যবসায় মন দেন নম্রতা শিরোদকর। বহুতলসংক্রান্ত ও হোটেল-রেস্তোরাঁর ব্যবসায় নম্রতা ও মহেশবাবু দুজনেরই ভূমিকা রয়েছে। নম্রতার একার সম্পত্তির পরিমাণ ৫০ কোটি বলে জানা গেছে। অভিনয় থেকে সঞ্চয় করা অর্থ এবং ব্যবসার লভ্যাংশ নিয়ে তার এ সম্পত্তি। অন্যদিকে মহেশবাবুর সম্পত্তি ৩৫০ কোটি টাকারও বেশি। অর্থাৎ দুজনের মোট ৪০০ কোটি টাকার সম্পত্তি বলেই জানা যায়। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।