সত্যি কথা বলার সময় এখনো হয়নি : রাশমিকা মান্দানা


বিনোদন সময় ডেস্ক :

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে রুপালি পর্দায় যতটা রসায়ন দেখা গেছে, বাস্তবেও তাদের রসায়ন যে বেশ গভীর, তা বিনোদনজগতে ‘ওপেন সিক্রেট’। দীর্ঘ সময় ধরে তাদের প্রেমের গুঞ্জন টালিউড থেকে বলিউড, সবখানেই উড়ছে। তবে সম্প্রতি এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে তাদের বাগদান ও বিয়ের খবর।

 

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল সেরেছেন এই তারকা জুটি। সেই থেকেই তাদের বিয়ের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে রাজকীয় অথচ ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তারা। ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে শুধু দুই পরিবার ও কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন।

সম্প্রতি এক সাক্ষৎকারে রাশমিকা মান্দানা তার বিয়ে নিয়ে মুখ খুলেছেন। তবে তিনি সরাসরি বিয়ের খবর স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। বরং বেশ কৌশলী উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই আলোচনা তো গত চার বছর ধরেই চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই কথা বলব, যখন সত্যি বলার মতো সময় আসবে।’

 

বিজয় ও রাশমিকা দুজনেই তাদের আংটি নিয়ে বেশ লুকোচুরি করলেও পাপারাৎজিদের ক্যামেরায় কয়েকবার তাদের আঙুলে আংটি লক্ষ করা গেছে। এখন শুধু দেখার বিষয়, কবে নাগাদ এই জনপ্রিয় জুটি তাদের জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।