কুষ্টিয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার! করলেন ৫ প্রার্থী


নিজস্ব   প্র্রতিবেদক : 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুষ্টিয়ার চারটি আসনে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নিউজ অফ কুষ্টিয়াকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, "মনোনয়নপত্র বৈধ হওয়া কুষ্টিয়া জেলার মোট ৩০ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলার চারটি আসনের মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তারা হলেন, কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আব্দুল হামিদ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ আরিফুজ্জামান। কুষ্টিয়া-০৩ (সদর) আসনের খেলাফত মজলিশের প্রার্থী মোঃ সিরাজুল হক। কুষ্টিয়া-০৪ (খোকসা-কুমারখালী) আসনের এবি পার্টির প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী শেখ সাদী"। তবে কুষ্টিয়া-০১ (দৌলতপুর) আসন থেকে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
আগামী ১২'ই জানুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার মোট চারটি আসনের ২ টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ২ টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মনোনয়নপত্র প্রত্যাহারের গুঞ্জন শোনা গেলেও ইসলামপন্থী এ দুটি দলের মধ্যে আসন সমঝোতা না হওয়ায় কুষ্টিয়ার কোন আসনেই জামায়াত বা ইসলামী আন্দোলনের কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।