মিরপুরে সরকারি অর্থে নির্মিত আবাসন প্রকল্পের বেহাল দশা, দেখার যেন কেউ নেই


 
মো. মুনজুরুল ইসলাম ,কুষ্টিয়া প্রতিনিধি : 
সরকারের সামাজিক নিরাপত্তা ও গৃহহীন মানুষের মাথা গোঁজার আশ্রয় নিশ্চিত করার মহৎ উদ্দেশ্যে নির্মিত আবাসন প্রকল্প—কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ উল্টো। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর পাগলা এলাকায় সরকারি অর্থে নির্মিত আবাসন প্রকল্পটি আজ চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের পথে।
এই আবাসন প্রকল্পে ৬০টি দরিদ্র ও অসহায় পরিবারের বসবাসের উপযোগী ঘর নির্মাণ করা হলেও বর্তমানে সেখানে বসবাস করছে মাত্র ৫টি পরিবার। বাকি ঘরগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের কিছুদিন যেতে না যেতেই ঘরগুলোর ছাউনি নষ্ট হয়ে যায়, কোথাও টিন উধাও, কোথাও কাঠামো ঝুঁকিপূর্ণ। ফলে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অনেক পরিবার বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।
সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্প কার্যত এখন জনগণের কোনো কাজে আসছে না। নিয়মিত তদারকি ও প্রশাসনিক নজরদারির অভাবে আবাসন প্রকল্পটি দিন দিন পরিণত হচ্ছে জীর্ণ ও পরিত্যক্ত স্থানে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার ও কার্যকর উদ্যোগ না নেওয়া হলে এই স্থান ভবিষ্যতে মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিতে পারে, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।
স্থানীয় সুধী সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, এই প্রকল্পের বর্তমান অবস্থা শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয় নয়, বরং গৃহহীন ও অসহায় মানুষের প্রতি এক ধরনের অবহেলার প্রতিচ্ছবি। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ, প্রকল্পের সংস্কার এবং প্রকৃত উপকারভোগীদের মাধ্যমে ঘরগুলো পুনরায় বসবাসযোগ্য করে তোলার দাবি জানিয়েছেন।
অন্যথায়, সরকারের মানবিক উদ্যোগ হিসেবে পরিচিত এই আবাসন প্রকল্প একসময় কেবল স্মৃতিচিহ্ন হয়েই হারিয়ে যাবে—এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।