গ্রামসরকার প্রধানদের প্রতি অনুরোধ


প্রেসবিজ্ঞপ্তি :
 
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কুষ্টিয়া সদর উপজেলার প্রতিটি গ্রামে যারা গ্রামসরকার প্রধান নির্বাচিত হয়েছিলেন তারা যদি বেঁচে থাকেন অথবা বেঁচে না থাকলে তার ছেলেদেরকে নীচের মোবাইল নম্বরে দ্রুত যোগযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি ।
আপনারা জানেন শহীদ জিয়ার সৈনিক প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতিক নিয়ে কুষ্টিয়া সদর আসনে নির্বাচন করছেন। তাঁকে আগামী ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব । তিনি এমপি হলে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।
তাই প্রতিটি গ্রামে যারা গ্রামসরকার প্রধান নির্বাচিত হয়েছিলেন তাদের সাথে অথবা গ্রামসরকার প্রধান যদি বেঁচে না থাকেন তাঁর ছেলেদের সাথে এমপি পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার অচিরেই মতবিনিময় করবেন । আমরা এ ব্যাপারে গ্রামসরকার প্রধান অথবা তার ছেলেদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহের কাজ শুরু করেছি।
অনুগ্রহ করে নীচের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করুন ।
 
আহ্বানে;-
 
শামসুল আলম স্বপন
জেলা গ্রামসরকার প্রধান, বৃহত্তর কুষ্টিয়া ।
মোবাইল নম্বর : 01716954919


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।