অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:০৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত্বিতের অভিযোগ এনেছেন তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখায়নি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানোর বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এ রকম দেখায় বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে (যদি হয়ে থাকে) তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, যারা অলরেডি ভায়াস্ট।
নির্বাচনের লেভেল প্লেংয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভার নামে সমাবেশ করছে। স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে। গরু জবাই করে খাওয়াচ্ছে। আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন; কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
রুমিন ফারহানা বলেন, আজ (সোমবার) সকালে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে; কিন্তু তিনি আমাকে দেড় ঘণ্টায়ও কোনো উত্তর দিতে পারেননি।
এদিকে এক চিঠিতে ২২ জানুয়ারি বেলা ১১টায় রুমিন ফারহানাকে হাজির হয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ব্যাখা দিতে বলেন। অন্যথায় তার অনুপস্থিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
শোকজের বিষয়ে রুমিন ফারহানা জানান, তিনি ফেসবুকে চিঠি পেয়েছেন। নির্ধারিত সময়ে আইনজীবী গিয়ে জবাব দিয়ে আসবেন। নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এমন চিঠি দিতে পারেন না উল্লেখ করে আচরণবিধি সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।