বেসিসের অ্যাসোসিয়েট কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত


ঢাকা অফিস : 
 
সভায় শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বেসিস–এর অ্যাসোসিয়েট কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ এবং অ্যাডমিনিস্ট্রেটর, বেসিস।
সভায় বিডিবিএল সফটওয়ার টেকনোলজি পার্ক সংক্রান্ত বর্তমান অবস্থা, নতুন সদস্য অনুমোদনের অগ্রগতি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (BITM)–এর আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ ব্যবসায়িক রোডম্যাপ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এছাড়াও আসন্ন নির্বাচন সংক্রান্ত বিষয়, সংবিধান সংশোধনের বর্তমান অবস্থা এবং প্রভিশনাল মেম্বারশিপ সার্টিফিকেট অনুমোদন প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় IT Exporters Night আয়োজনের প্রস্তুতি, সদস্য প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জনের ডিজিটাল উদযাপন এবং চলমান মেম্বারশিপ অডিট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও আপডেট প্রদান করা হয়। আলোচনায় বেসিসের স্বচ্ছতা, সুশাসন, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি এবং সদস্যবান্ধব কার্যক্রম জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।