আমির হামজার কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে তোলপাড় কুষ্টিয়া


নিজস্ব প্রতিবেদক :  কুষ্টিয়া রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করতে দেখা যায়।

ঘটনার পর কুষ্টিয়া জেলা বিএনপি দলীয় প্যাডে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “একজন ইসলামি বক্তার মুখে এ ধরনের অসংযত ভাষা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এটি কেবল কুরুচিপূর্ণই নয়, উস্কানিমূলক এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার সামিল।” তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিতর্কিত ভিডিওর প্রতিক্রিয়ায় আমির হামজা ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, বক্তৃতাটি ২০২৩ সালের এবং সে সময়ই তিনি ভুল উপলব্ধি করে ক্ষমা চেয়েছিলেন। তার ভাষায়, “পুরোনো বক্তব্য কাটাছেঁড়া করে ছড়িয়ে নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।”

তবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। শুক্রবার রাতেই ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু ফেসবুকে পোস্ট দিয়ে মুফতি আমির হামজাকে ‘ঝিনাইদহে অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তিনি বলেন, “যে ব্যক্তি একজন মৃত মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, সে ইসলামের দাওয়াতদাতা হিসেবে বিশ্বাসযোগ্য নয়।”

শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের থানা মোড়ে “কুষ্টিয়ার সর্বস্তরের তৌহিদী জনতা ও সচেতন ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ”-এর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলাম নিয়ে রসিকতা করেছেন এবং কোকোর নাম বিকৃত করে যে ভাষা ব্যবহার করেছেন তা ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমনভাবে ব্যঙ্গ করা যেমন ইসলামসম্মত নয়, তেমনি এটি নৈতিক অবক্ষয়েরও বহিঃপ্রকাশ। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।” বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে জনগণ আইনগত পাশাপাশি গণআন্দোলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে।”

কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এখনো বিরাজ করছে, এবং নির্বাচনী পরিস্থিতিতে এটি নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের মন্তব্য।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।