মুফতি আমির হামজাকে আইনি নোটিশ


প্রেসবিজ্ঞপ্তি : 
 
মরহুম আরাফাত রহমান কোকো কে বিতর্কিত বক্তব্য রাখার কারণে কুষ্টিয়ার মুফতি হামির হামজাকে আইনি নোটিশ দিয়েছেন ময়মনসিংহ জেলা দুদক পিপি অ্যাডভোকেট আজিজুল হক খান
প্রাপক, মুফতি আমীর হামজা জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া। আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করে জানানো যাচ্ছে যে আপনি এক ওয়াজ মাহফিলে সাবেক জন প্রিয় তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেনএবং হাস্যরস করেছেন।
আপনার এহেন বক্তব্য জাতী তথা বিএনপির নেতা কর্মীদের প্রাণে আঘাত করেছেন এবং জাতী এমনকি বিশ্বে শহীদ জিয়া ও খালেদা জিয়ার পরিবারকে হেয় করেছেন তাতে বিএনপির ও জিয়া পরিবারের মান সম্মান হানি করেছেন।
ফেসবুকের মাধ্যমে দেয়া আমার এই লিগ্যাল নোটিশের জবাবে আগামী ৭ সাত দিনের মধ্যে আপনার এই বক্তব্য প্রত্যাহার সহ জাতীর কাছে ক্ষমা চাওয়ার আহবান করছি অন্যথায় আপনার বিরুব্ধে আইন আদালতের আশ্রয় নেয়া হবে।এডভোকেট আজিজুল হক খান, জজ কোর্ট ময়মনসিংহ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।