এনসিপির নির্দেশ তৃণমূল নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজন করার


ঢাকা অফিস : 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় এ নির্দেশ দেওয়া হয়।  

 

বার্তায় শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার; জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা; সংবাদমাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেয়া হয়। 

গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় আরও বলা হয়, বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনও বিষয়ে অ্যানগেজড হওয়া যাবে না।

 

বার্তায় আরও বলা হয়, আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনও তৃতীয় পক্ষ যেনো দেশের নিয়ন্ত্রণ নেবার কোনও সুযোগ না পায় সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে৷ জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের।

এর আগে, শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।