দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত


 

দৌলত পুর প্রতিনিধি : 

 

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে রফি মন্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইউসুফ ও রবজেল নামে আরও দুইজন। তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রফি মন্ডল পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকার মতআলী মন্ডলের ছেলে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।