অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০৪:২৮
অনলাইন ডেক্স :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। এরইমধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়বে ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশে পৌঁছানোর পর ডা. জোবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এরপর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এর আগে তাঁর চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে কয়েকজন বিশেষজ্ঞ ঢাকায় এসে অবস্থার মূল্যায়ন ও পরামর্শ দিয়েছেন।
গত ২৩ নভেম্বর রাতেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।