দেশের জনগন ইসলমী সমাজ ব্যবস্থা দেখতে চায় : অধ্যক্ষ শাহাবুদ্দীন


জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন দেশের জনগন অদীর আগ্রহ নিয়ে বসে আছে তারা এখন ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। জনগন সকল দলের শাসন দেখেছে শুধু জামায়াতকে দেখা বাদ আছে। এজন্য সকল মানুষের কাছে কুরআনের দাওয়াত পৌছাতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহর আলোকে একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
 

তিনি রবিবার রাজশাহীর একটি মিলনায়তনে রাজশাহী অঞ্চল দায়িত্বশীল সমাবেশে এ কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির ডাক্তার কেরামত আলী, সেক্রেটারি ইমাদ মন্ডল, নাটোর জেলা আমির অধ্যাপক ডক্টর মির নুরুল আলম, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, রাজশাহী জেলা আমির অধ্যাপক  আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মর্তুজা, চাপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারী, রাজশাহী মহিলা বিভাগের অঞ্চল পরিচালিকা সাবরিনা শারমিন বনি প্রমুখ। 

 

অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন জাতির আকাংখা  অনুযায়ী জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পি.আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচন এর ব্যবস্থা করাতে হবে।
 

বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার করলেও যারাই ক্ষমতায় গিয়েছে তারা জনগণের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্য গড়ায় বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের অর্থ বিদেশে পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি তৈরী করেছে। দু:শাসন ও সীমাহীন জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে রাখতে বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন ও ডামী নির্বাচন করে নিকৃষ্ট ফ্যাসিবাদ কায়েম করেছে। সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। তিনি প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট চাওয়ার জন্য ময়দানে ঝাপিয়ে পড়ার আহবান জানান।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।