অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ১২:০৩
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে কুষ্টিয়ার সাত থানায় নতুন ওসি নিয়োগ পেয়েছেন।
সোমবার (১ডিসেম্বর) মধ্যরাতে পুলিশহেডকোয়ার্টার্স থেকেএকপ্রজ্ঞাপনের মাধ্যমে বদলিরএতথ্যনিশ্চিত করাহয়।মঙ্গলবার (২ডিসেম্বর) সকালেকুষ্টিয়া সাতটিথানায়নতুনওসিনিয়োগপেয়েছেন।
বদলিকৃত ওসিরাহলেন- খোকসাথানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, কুমারখালী থানার খন্দকার জিয়াউররহমান, কুষ্টিয়া মডেল থানার মো. মোশাররফ হোসেন, মিরপুর থানার মো. মোমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার।
পদায়নকৃত সাতথানারওসিরাহলেন- খোকসাথানায়মো. মোতালেব হোসন, কুমারখালী থানায়জামালউদ্দিন, কুষ্টিয়া মডেলথানায়মো. কবির হোসেন মাতুব্বর, মিরপুর থানায় মো. শহিদুল ইসলাম, ভেড়ামারা থানায় মুহাম্মদ জাহেদুর রহমান, দৌলতপুর থানায় মো. আরিফুর রহমান, ইসলা মীবিশ্ববিদ্যালয় (ইবি) থানায়মো. মাসুদরানা।
প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা পুলিশে নতুন পুলিশ সুপার হিসেবে গত শনিবার (২৯নভেম্বর) সকালে যোগদান করেছেন মোহাম্মদ জসীমউদ্দিন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।