অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ১০:২৯
মো. মুনজুরুল ইসলাম কুষ্টিয়া :
কুষ্টিয়ায় অনলাইনভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম লালন টিভি ২৪-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ) রাতে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের সৌজন্যে ছিল আনোয়ার ডিজিটাল ট্রান্সপোর্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন, এবং লালন টিভি ২৪-এর উপদেষ্টা মো. আনোয়ার হোসেন। দৈনিক আজকের দর্পণ ও The Muslim Times–এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি ও চ্যানেল A1-এর জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, লালন টিভি ২৪-এর নিউজ পেজেন্টার এস এম পান্না, সাংবাদিক খায়রুল ইসলাম বীমা, এবং লালন টিভি ২৪-এর জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন টিভি ২৪-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম মাহমুদ।
সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণা মাহমুদ।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরে লালন টিভি ২৪ কুষ্টিয়া ও আশপাশের অঞ্চলে সংবাদ পরিবেশনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ প্রচারের মাধ্যমে এ প্ল্যাটফর্ম সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছে।
শামসুল আলম স্বপন বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও মানবিক সাংবাদিকতার ধারাকে ধরে রাখতে লালন টিভি ২৪ বদ্ধপরিকর। সাংবাদিকরা জাতির অগ্রযাত্রার অগ্রদূত—তারা নির্ভীকভাবে সত্য তুলে ধরবে, এটাই প্রত্যাশা।”
খন্দকার মো. রিপন বলেন, সাংবাদিকতা জাতির বিবেক। প্রতিযোগিতামূলক গণমাধ্যমের যুগে যাচাই-বাছাই করা সঠিক তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। লালন টিভি ২৪ শুরু থেকেই পেশাদারিত্ব ও সততার সঙ্গে সংবাদ পরিবেশন করছে।
লালন টিভি ২৪-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম মাহমুদ বলেন, আমরা শুরু থেকেই সত্যনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়েছি। ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্যের প্রবাহ বেড়ে যাওয়ায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে লালন টিভি ২৪-কে জাতীয় পর্যায়ের একটি মানসম্মত ডিজিটাল নিউজ নেটওয়ার্কে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা কাজ করছি।
আলোচনা সভায় সংবাদমাধ্যমের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা এবং স্থানীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা লালন টিভি ২৪–এর অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লালন টিভি ২৪–এর সংশ্লিষ্টরা জানান, আগামী দিনেও তারা মানবিক, অনুসন্ধানী ও ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং সমাজ ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।