কুষ্টিয়ায় বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি, আন্দোলনের হুঁশিয়ারি


নিজস্বপ্রতিবেদক : 

 

আল্লাহ নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করায় বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সর্বস্তরের মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে রোববার (৩০ নভেম্বর) বিকেলে শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

তারা বলেন, বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন সম্পর্কে যে অশালীন ও কুরুচিপূর্ণ কথা বলেছে, তাতে আমাদের মুসলমানদের মনে গভীর আঘাত লেগেছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। তা না হলে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।