অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, সময়ঃ ১০:২৭
নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য আবারও ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছেছে।
গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানোর জন্য এর আগে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনও আসেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সাজা হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনতে অফিসিয়ালি আবার চিঠি পাঠানো হয়েছে।
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা ও কামাল। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের পরই দিল্লির প্রতি তাদের হস্তান্তরের আহ্বান জানায় ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হবে অত্যন্ত অবন্ধুসুলভ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা। বাংলাদেশ-ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ কেবল ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়াস নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক দায়িত্ব পালনের দিক থেকেও তা গুরুত্বপূর্ণ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।