অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, সময়ঃ ০২:০৮
আন্তর্জাতিক ডেক্স:
ভেনেজুয়েলায় সামনের দিনগুলোতে নতুন অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চারজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বৃদ্ধির মধ্যে এ তথ্য জানালেন মার্কিন কর্মকর্তারা।
নতুন অভিযানের প্রকৃত সময় কিংবা ব্যাপ্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি।
ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন ব্যবস্থার বিষয়ে প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। এ সময়ে ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পদক্ষেপের প্রথম অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান হতে পারে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় রয়টার্সকে বক্তব্য দেয়া চার কর্মকর্তার কেউই তাদের নাম প্রকাশ করতে চাননি।
জানতে চাইলে রয়টার্সকে হোয়াইট হাউসের দ্বারস্থ হতে বলেছে প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন। অন্যদিকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা শনিবার ভেনেজুয়েলার বিষয়ে কোনো ব্যবস্থার সম্ভাবনাই নাকচ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলার মাদকে আমেরিকার বাজার সয়লাব হওয়া রোধের পাশাপাশি দায়ীদের বিচার নিশ্চিত করতে প্রতিটি উপাদান ব্যবহারে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প।
দুই কর্মকর্তা রয়টার্সকে বলেন, সম্ভাব্য যেসব ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে মাদুরোকে উৎখাতও একটি।
তবে এ বিষয়ে জানতে চাইলে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।