শুটিংয়ে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিয়াসা


বিনোদন ডেক্স : 

 

ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী তিয়াসা লেপচা বর্তমানে তার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। এই মুহূর্তে তিনি হাঁটুতে গুরুতর চোট নিয়ে বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, স্টার জলসার মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’-এ অভিনেতা রাহুল মজুমদারের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। সম্প্রতি একটি দৃশ্য শুট করার সময় এই বিপত্তি ঘটে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, দৃশ্যে একটি ভারি ফুলদানি ছোড়ার প্রয়োজন ছিল। ফুলদানিটি তুলতে গিয়েই সেটি হাত ফসকে সোজা অভিনেত্রীর হাঁটুতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা কেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিক দুর্ঘটনার পর সেটে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চোটের গভীরতার কারণে ‘অনুরাগের ছোঁয়া’র এই জনপ্রিয় নায়িকাকে ইঞ্জেকশনও দিতে হয়েছে। সামান্যর জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিয়াসা, তবে চিকিৎসকরা তাকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন। 

এই অভিনেত্রীর দুর্ঘটনা এবং শারীরিক অবস্থার খবর পেয়ে চিন্তিত তার ভক্ত ও অনুরাগীরা। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের চর্চার মধ্যেই এই ঘটনা ঘটল। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।