আ.লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক : 

 

রাজনৈতিক কার্যক্রম ষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আগামীকালের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার) রাজধানীর বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয় থেকে শুরু হওয়া এ মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে ছাত্র, যুব, শ্রমিক, নারীসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।

Advertisement

আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে যায় শাহবাগে। সেখানে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা।

তারা জানান, ফ্যাসিস্টদের এমন হাঁকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না কেউ। পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে।

এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।