অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, সময়ঃ ০২:৫২
হিম কুয়াশায় ভোর বিহানে
রবির চোখে ছানি,
ঘাসের সাথে আবছা আলো
করছে কানা কানি।
শীত আসে নাই তা জানি ভাই
আমেজ তবু শীতের,
হেমন্তের এই নবান্নতে
কী আনন্দ গীতের!
বঙ্গ মাতার ছাতার তলে
সোনালী ধান হাসে,
কিষাণ বধূ মনের পাতায়
নতুন ছবি আঁকে।
পল্লী মায়ের আঁচল বাঁধা
কান্না হাসির গান,
হৃদয় কাড়া মূর্চ্ছনাতে
শহর মারে টান।
লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল,(শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।